জাহিরুল ইসলাম রনি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
১৯৭১ এর ২রা মার্চ স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করা হয়। তাই যথাযথ মর্যাদায় এ দিবসটি পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার রাতে শহরের চৌরাস্তায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে জেএসডি’র জেলা কমিটির সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, তোহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহ্ আলম প্রমুখ।
গণসমাবেশ শেষে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।