জাহিরুল ইসলাম রনি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে বিএডিসি ও কৃষি গবেষনা ইনস্টিটিউট শ্রমিকরা চাকুরী স্থায়ীকরণ,বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
রোববার কৃষি ফার্ম শ্রমিক ফেডেরেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও বিএডিসির খামার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কৃষি গবেষনা কাযার্লয়ের সামনে অবস্থান নেয়।পরে মিছিল নিয়ে বীজ প্রক্রিয়াজাত করণ কাযার্লয়ে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সভা করেন।
এতে বক্তব্য দেন, বীজ প্রক্রিয়াজাতকরণ ও হিমাগার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রবীন রায়, সাধারণ সম্পাদক সাগর রানা,বীজ খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান সোহাগ,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,কৃষি গবেষনা কেন্দ্র সমিতির সভাপতি আবু তালেব,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ।
বক্তারা চাকুরী স্থায়ীকরন, মজুরী বৃদ্ধি, নীতিমালা বহির্ভূত বদলী বন্ধসহ ১৩ দফা দাবী তুলে ধরেন এবং দাবী আদায় না হলে ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের কথা বলেন তারা।