রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পাওয়া গেল বুয়েট শিক্ষার্থী ফারদীন নুর পলাশের মরদেহ। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সোমবার (৭ নভেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর বনানী ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ফারদীন নুর পলাশ নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর দেউলপাড়ার নয়ামাটি এলাকার কাজি নুরুদ্দীন রানার ছেলে। পরিবারসহ ঢাকার ডেমরার কোনাপাড়ার শান্তিবাগ এলাকায় থাকতেন তিনি।
এর আগে রোববার (৬ নভেম্বর) ফারদীনের বাবা নূরউদ্দিন রানা নিজের ফেসবুক পেজে সন্তানের খোঁজ চেয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের-১৮ তম ব্যাচের শিক্ষার্থী তার সন্তান। আবদুর রশীদ হলের আবাসিক ছাত্র তিনি। শুক্রবার রাতে থেকে নিখোঁজ ফারদীন। তাকে শেষবার দেখা যায় রামপুরা ব্রিজ এলাকায়।
শুক্রবার রাত পৌনে ১১টা থেকে ১১টার মধ্যে সেখানে অবস্থান করছিলেন তিনি। সেখান থেকে তার বুয়েটের হল কিংবা বাসায় ফেরার কথা। কিন্তু তিনি আর ফেরেননি।