ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট খুলনা জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি । কমিটির সভাপতি এম এম জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অসীম কুমার বৈধ্যকে দায়িত্ব দেয়া হয়েছে । বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী মোঃ আহসান সিদ্দিকী , সাধারণ সম্পাদক চন্দন রেজা এবং সাংগঠনিক সম্পাদক এম, এ মিলন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা জেলার এ কমিটি অনুমোদন দেয়া হয় ।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আসলাম শেখ, সহ-সভাপতি শারমিন চৌধুরী, শেখ সাহাদাত হোসেন, সৈয়দ মোজাম্মেল হক, ইন্দ্রজিৎ টিকাদার,এ্যাডভোকেট হেমন্ত কুমার সরকার, এ্যাডভোকেট সাহারা ইরানী প্রিয়া, এ্যাডভোকেট কাজী মিরাজ হোসেন, শেখ ওয়াদি হাসান, যুগ্ম-সম্পাদক শিরানা বেগম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর সিকদার, সাংগঠনিক সম্পাদক নিতিশ চন্দ্র রায়, জোহরা আক্তার, এ্যাডভোকেট শিপ্রা বিশ্বাস, বাবুল সিকদার, তাহসিনিল ইসলাম প্রিয়, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন আউয়াল, প্রচার সম্পাদক শংকর কুমার সাহা,সহ -প্রচার সম্পাদক আজিজুর রহমান লুনা, অর্থ সম্পাদক শিউলি বালা মন্ডল, পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাঃ সাদিয়া মনোয়ারা ঊষা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যাদব সরকার, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন খান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামীম আহমেদ পলাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাহিরা ইকবাল কলি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আয়েশা সাদিয়া পিউ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পবিত্র প্রামাণ্য প্রমূখ ।