ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনা জেলা পরিষদ নির্বাচনে বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
উক্ত কেন্দ্র করে বটিয়াঘাটা উপজেলা ৭টি ইউনিয়ন পরিষদ থেকে ৯১ জন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে ৩ জন মোট ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করে। কেন্দ্রে নির্বাচনি প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম। নির্বাচন চলাকালিন সময়ে নির্বাচনী কার্যক্রম ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরির্দশনে আসেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, র্যাব—৬ এর সিও লে. কর্ণেল মোঃ মোসতাক আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, ওসি মোঃ শাহ্ জালাল, ওসি তদন্ত জাহিদুর রহমান, নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
বটিয়াঘাটা সরকারী মহাবিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে মটোরসাইকেল প্রতিকের শেখ হারুনুর রশিদ পেয়েছেন ৬১ ভোট, চশমা প্রতীকের এসএম মোর্তেজা রশিদী দারা পেয়েছেন ২৮ ভোট, আনারস প্রতীকের ডাঃ শেখ বাহারুল আলম পেয়েছেন ৪ ভোট পেলেও আওয়ামীলীগ মনোনিত আনারস প্রতীকের প্রার্থী শেখ হারুনুর রশীদ পুনরায় বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম চশমা প্রতীকের এসএম মোর্তেজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট। ৮নং ওয়ার্ড সদস্য পদে তালা প্রতিকের দীলিপ হালদার পেয়েছেন ৫৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিক হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দী টিউবয়েল প্রতিকের মোল্লা মিজানুর রহমান বাবু পেয়েছেন ৩৮ ভোট।
অপরদিকে সংরক্ষিত ২নং আসনের বটিয়াঘাটা সরকারী মহাবিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের ইলোরা হাদী ৩১ ভোট, ঘড়ি প্রতিকের শোভা রানী হালদার পেয়েছেন ২৮ ভোট এবং ফুটবল প্রতিকের হাসনা হেনা পেয়েছেন ২৬ ভোট এবং সংরক্ষিত ২নং ওয়ার্ড থেকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । মাইক প্রতীকের লাইজু বেগম পেয়েছেন ৯ ভোটা, দোয়াতকল প্রতীকের সোনীয় পেয়েছেন ০ ভোট ।