জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ-দর্শক মনে আছে সেই ছোট শিশু কন্যা ফাতেমার কথা। সেই যে ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অন্ত:স্বত্ত্বা মায়ের পেট ফেটে জন্ম নিয়েছিল। সেই শিশু ফাতেমার কল্যাণে ৫ লাখ টাকা ব্যয় না করে ফাতেমার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক একাউন্টে জমা রাখার ঘটনায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে শোকজ করেছেন মহামান্য হাইকোর্ট।
২৭ অক্টোবর বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আগামী ৩ সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে মহামান্য হাইকোর্ট এই আদেশ দেন।
বিজ্ঞ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন-ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আদালতে রিটের পক্ষে শুনানিকালে ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বলেন-শিশু ফাতেমার জন্য সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুসারে গঠিত ট্রাস্টি বোর্ডকে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ প্রদান করেছিলেন মাহামান্য হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে ২৮ আগস্ট শিশুটির আইনগত অভিভাবকের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের আইনজীবী মো.রাফিউল ইসলাম। এদিকে শিশু ফাতেমার কল্যাণে ব্যয়ের ব্যবস্থা না করে শিশুটির পরিবারের অন্য সদস্যদের নামে অ্যাকাউন্ট খুলে টাকা জমা দেয়ায় হাইকোর্ট শুনানি শেষে ময়মনসিংহ জেলা প্রশাসককে শোকজ করেছেন।
প্রসঙ্গতঃ এই বছরের ১৬ জুলাই ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক দম্পতি ও তাদের ৬ বছরের এক মেয়ে নিহত হয়। মৃত্যুর আগমুহূর্তে অন্তঃসত্ত্বা মার পেট ফেটে সড়কে এক কন্যা সন্তানের জন্ম হয়। পরে শিশুটিকে ঢাকার আজিমপুরের ছোটমণি নিবাসে নেয়া হয়।
নবজাতকের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিনা হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ আদেশ দেন।