মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কুড়িগ্রাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

শিশু সাদিয়া হত্যার রহস্য উদঘাটনে ভাবি গ্রেফতার 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ২০, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
শিশু সাদিয়া হত্যার রহস্য উদঘাটনে ভাবি গ্রেফতার 

মিজানুর রহমান, সুন্দরগঞ্জ(গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জে ডোবার মধ্যে সাদিয়া আক্তার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা  যায়, অজ্ঞাত ব্যক্তিগন হত্যা করিয়া ডোবার জঙ্গলের মধ্যে মৃত দেহ রাখিয়া পালিয়া যায়।
সোমবার সন্ধায় উক্ত সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া মৃত সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
সাদিয়া আক্তার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি বৈরাল কাদেরের চরের মোঃ সাইফুল ইসলামের মেয়ে।
থানা সুত্রে জানা যায়, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও অফিসারবৃন্দ সারারাত অভিযান পরিচালনা করে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ভিকটিমের ভাবি রাজিয়া বেগম (২১) কে গ্রেপ্তার করে। রাজিয়া বেগম একই এলাকার মিজানুর রহমানের মেয়ে।
পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেন। অভিযুক্ত রাজিয়া বেগম বিজ্ঞ আদালত সাদিয়া হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
হত্যাকাণ্ডের কারণ উল্লেখ করে রাজিয়া জানান, তার শ্বশুর সিরাজুল ইসলাম খারাপ কাজের জন্য কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় বাড়ীর সবাই বিভিন্ন অজুহাতে তাকে নির্যাতন করে। শশুরের কুপ্রস্তাব ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন  অত্যাচারের কারণে ননদ সাদিয়াকে গলা টিপে হত্যা করে। পরে মৃতদেহ গুম করার উদ্দেশ্যে  বাড়ির পাশে পুকুরে ডুবিয়ে ঘাস দিয়ে ঢেকে রাখে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বলেন, ধৃত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত