সোমবার , ১৭ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English News
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কাতার বিশ্বকাপ
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

সুন্দরগঞ্জে সুবর্ণ নাগরিক সাড়ে ১৬ হাজার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৭, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে সুবর্ণ নাগরিক সাড়ে ১৬ হাজার

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে সুবর্ণ নাগরিক সংখ্যা বর্তমানে সাড়ে ১৬ হাজার অতিক্রম করে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫’শ ৮৯ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত সুবর্ণ নাগরিক সুবিধা (ভাতাভোগী)’র জন্য অনলাইনে আবেদন করেছেন ৭ হাজার ৫’শ ২৫ জন। সুবিধা (ভাতা) ভোগী রয়েছেন ৮ হাজার ৬৪ জন। এর বাইরে নতুন করে সুবর্ণ নাগরিক কার্ডধারী রয়েছেন ১ হাজার জন। ৩টি পর্যায়ের মোট সুবর্ণ নাগরিকের সংখ্যা রয়েছে ১৬ হাজার ৫’শ ৮৯ জন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সব সুবর্ণ নাগরিক রয়েছেন। তারা যথারীতি সংশ্লিষ্ট সুবিধা ভোগ করছেন।

সম্প্রতি অনলাইনে আবেদন করেছেন ৭ হাজার ৫’শ ২৫ জন। চিকিৎসকদের প্রত্যয়ন মোতাবেক আরও সুবর্ণ নাগরিক কার্ড দেয়া হয়েছে ১ হাজার জনকে। তারা যথাসময়ে আবেদন করতে পারেন নি। তবে, এ সংখ্যা স্থির নয়। ডাক্তারী প্রত্যয়ন অনুযায়ী সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হচ্ছে।

সর্বশেষ - রংপুর