বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় খুলনা’র বটিয়াঘাটায় একযোগে ৪৭ মাধ্যমিক, মাদ্রাসা, ১৩৫ টি প্রাথমিক বিদ্যালয় ও ৮ টি কলেজে বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
গতকাল রবিবার বেলা ১২ টায় জলমা- চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ।
বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, জলমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বিধান রায়, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী যথাক্রমে রঞ্জন কুমার মন্ডল, মৃদুল রায়, সুচিত্রা বিশ্বাস, তপতী রাণী মল্লিক, দেবাশীষ বিশ্বাস, সুকান্ত কুমার মন্ডল, বিজন মল্লিক সহ ছাত্র-ছাত্রীবৃন্দ ।