রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English News
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কাতার বিশ্বকাপ
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

শবে-বরাত উপলক্ষ্যে ইবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ
শবে-বরাত উপলক্ষ্যে ইবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি:

পবিত্র শবে-বরাত উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আয়োজনে রোববার মাগরিবের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এটি অনুষ্ঠিত হয়। এসময় পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসুল, ইসলামি সংগীত ও শবে-বরাত সম্পর্কিত আলোচনা করা হয়।

থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আলোচক হিসেবে ছিলেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. হ. ম. নুরুল ইসলাম, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ. বি. এম. জাকির হোসেন এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কাউসার মোহাম্মদ বাকী বিল্লাহ। এসময় বক্তারা শবে-বরাতের গুরুত্ব ও ফযিলত নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, উম্মতি মোহাম্মদ হিসেবে জন্মানোর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে! ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তির বাণী মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ইসলামের সৌরভ দিয়ে আমরা মানুষকে আকৃষ্ট করবো। আমাদের কর্ম দ্বারা জাতি যেন সর্বোপরি উপকৃত হয় আজকের দিনে সেই প্রতিজ্ঞা করি।

এরআগে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আয়োজনে আসর নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মুবারাক র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের আলোচনা সভায় মিলিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর