শনিবার , ২ মার্চ ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কুড়িগ্রাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

দশ কিলোমিটার খুলনা ম্যারাথনে সপ্তম ইবির মানিক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২, ২০২৪ ৮:২০ পূর্বাহ্ণ
দশ কিলোমিটার খুলনা ম্যারাথনে সপ্তম ইবির মানিক

ইবি প্রতিনিধি:

দশ কিলোমিটার খুলনা ম্যারাথন-২০২৪ এ সপ্তম স্থান অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমান। শুক্রবার সকাল সাড়ে সাতটায় খুলনার হাদিস পার্ক থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। ফিনিশার পয়েন্ট ছিল ৬ নং রোড সোনাডাঙা সোলার পার্ক। এতে দশ কিলোমিটার অতিক্রমে ৪৭ মিনিট ৩ সেকেন্ড সময় নিয়েছেন মানিক।

জানা যায়, ‘খুলনা রানার্স’ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে সারাদেশ থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অনলাইনে ‘স্ট্রাভা’ অ্যাপের মাধ্যমে অংশ নিয়েছেন। এছাড়া প্রায় শতাধিক প্রতিযোগী সরাসরি এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।

এ প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জনকারী মানিক রহমান বলেন, আগে আমি বেশ কিছু ম্যারাথন দিয়েছি সেটা কোনো সংগঠন বা প্রতিযোগিতায় না। বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিপাদ্য বিষয় নিয়ে। তবে এবার বিনা প্রস্তুতিতে প্রথম কোনো ম্যারাথন প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমি অনেক আনন্দিত।

উল্লেখ্য, মানিক ছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। তারা সবাই সফলভাবে এ প্রতিযোগিতা শেষ করেছেন। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য তিনজন হলেন- গোলাম রব্বানী, জোবায়ের হাসান ও তানভীর রহমান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত