ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান মনোনীত হয়েছেন।
সোমবার (০৫ ডিসেম্বর) এ কমিটি গঠিত হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, যুগ্ম-সাধারণ সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান ও কোষাধ্যক্ষ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইব্রাহিম আব্দুল্লাহ।
এছাড়া কার্যনিবাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন ও সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী।
নব মনোনীত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘সংখ্যাগরিষ্টতাকে বিবেচনায় না নিয়ে নির্বাচিত ১৫ জনের মধ্যে পদবিন্যাস করা হয়েছে। সকলের সহযোগিতায় সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে আদর্শিক কর্মকান্ড এগিয়ে নেওয়ায় আমার মুল লক্ষ্য।’
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন এটি। সকলের সহযোগিতায় এগিয়ে নিতে চাই এটাই আমার প্রত্যাশা।’