শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কুড়িগ্রাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২২ ৪:০৭ পূর্বাহ্ণ
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

দুটি ম্যাচের চিত্রনাট্য সম্ভবত এক হাতে লেখা! যেখানে গোল আছে, কামব্যাক আছে আর আছে হৃদয় ভাঙার গল্প। ওই গল্পের শেষ লেখা হয়েছে টাইব্রেকারে। সেখানে ব্রাজিলের বিদায় লেখা হলেও আর্জেন্টিনা জিতেছে ৪-৩ গোলে। ডাচদের বিদায় করে উঠে গেছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। বাঁচিয়েছে ল্যাতিনের স্বপ্ন।

দুই ম্যাচে মিল যেমন আছে অমিলও আছে। নির্ধারিত সময়ে গোলশূন্যের পর অতিরিক্ত সময়ে লিড নিয়েছিল ব্রাজিল। শেষ বাঁশির আগে সমতায় ফিরেছিল ক্রোয়াটরা। মেসিদের সঙ্গেও অনেকটা তেমনই হয়েছে। প্রথমার্ধের ৩৫ মিনিটে নাহুয়েল মলিনার গোলে ১-০ গোলে লিড নিয়েছিল আলবিসেলেস্তেরা। লিড ২-০ করেছিলেন মেসি ৭৫ মিনিটে। গোল করেছিলেন পেনাল্টি থেকে।

এরপরই কামব্যাকের গল্প লেখে ডাচরা। ম্যাচের ৮৩ মিনিটে দলের আশা বাঁচান উইঘোস্ট। এরপর শেষ বাঁশির ঠিক আগে দ্বিতীয় গোল করেন তিনি। বক্সের বাইরে ফ্রি কিক পায় ডাচরা। শট নিলেই বাজবে শেষ বাঁশি! লম্বা করে শট না নিয়ে আলতো টাচে বল সামনে বাড়ান কপমেনার্স। ম্যাচের ১১১ মিনিটে ওই বল ধরেই জালে জড়িয়ে দেন উইঘোস্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস