মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: বটিয়াঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৫ পিচ ইয়াবা সহ মাদক সম্রাট জলমা ইউনিয়ন এর তেতুল তলার ইমরানকে আটক করেছে ১জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা পাকা রাস্তা ও কাজীবাছা নদীর তীরবর্তী ব্রীজের উপর এক অভিযান পরিচালনা করে।
থানার অফিসার ইনচার্জ শওকত কবির ও ওসি তদন্ত জাহেদুর রহমানের নির্দেশনায় এস আই এমদাদ হোসেন, এ এস আই নাজমুল হোসাইন ও সংগীয় ফোর্স রকিবুজ্জামান, সাইদুর রহমান, হারুনার রশিদ এর নেতৃত্বে অভিযান কালে বটিয়াঘাটা উপজেলার গজালমারী গ্রামের বজলু হাওলাদারের পুত ইমরান হাওলাদার (৩১) কে আটক করে। তার শরীর তল্লাশি চালিয়ে ১৫পিচ ইয়াবা উদ্ধার করে।
ধৃত ইমরান এক জন পেশাদার ভ্রাম্যমান মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সরনী ১০(ক) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে তার বিরুদ্ধে ১৮ টি মামলা রয়েছে।