ইবি প্রতিনিধি: আজ বিশ্ব ভালোবসা দিবস। ভালোবাসা দিবস উপলক্ষে বিশ্বের সকল প্রেমিক যুগলের এক সাথে চলাফেরা দেখে প্রেম বঞ্চিতদের মনে বিরাজ করছে হাহাকার। এরই প্রতিবাদ হিসেবে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেম বঞ্চিত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হয়ে পশ্চিম পাড়ার রাস্তা দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা এলাকায় মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলে যারা ছিলেন তারা সবাই ‘প্রেম বঞ্চিত সংঘ’র সদস্য।
মিছিলে তারা- ‘তুমি কে আমি কে? বঞ্চিত বঞ্চিত’, ‘যোগ্য প্রেমিক হারালে, কাঁদতে হবে আড়ালে’, ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘নষ্ট প্রেমের খাতাতে, আগুন জ্বালাও একসাথে’, ‘প্রেমের নামে লুচ্চামি, চলবে না চলবে না’ ছাড়াও বিভিন্ন স্লোগান দেন।
আলোচনা সভায় প্রেম বঞ্চিত কমিটির সাধারণ সম্পাদক সিয়াম বলেন, ‘প্রেমের এই পবিত্র নামকে যারা কুলষিত করেছে তাদের মুখোস উন্মোচন করে দিন। তারা আপনাদরে আশেপাশেই আছে। তাদেরকে টেনেহিচড়ে নিয়ে এসে প্রশাসনের হাতে তুলে দিন। তাদেরকে ইবি থানায় হস্তান্তর করুন। তাদেরকে চরিত্রহীন লম্পট নামে জাতির সামনে তুলে ধরতে বলেন।’ এসময় তিনি আরও বলেন এই লম্পটদের জন্য আমি গতকাল সারা রাত কাঁদতে কাঁদতে ঘুমাতে পারিনি।