শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English News
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কাতার বিশ্বকাপ
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

নওগাঁর নিয়ামতপুরে ‘ককটেল’ বিস্ফোরণে আহত-৪জন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৫, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
নওগাঁর নিয়ামতপুরে ‘ককটেল’ বিস্ফোরণে আহত-৪জন

স্টাফ রিপোর্টার: নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

গতকাল বৃহস্পতিবার ২৪ নভেম্বর-২০২২ইং রাত ১১টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন—উপজেলার পূর্বপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আহসান হাবীব রকি(৩৫), বালাহৈর গ্রামের নূর মোহাম্মদের ছেলে সিরাজ উদ্দিন নিশান (২৩) একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে তোফায়েল আহমেদ (২৩), সাঙ্গইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ওসমান গনি (১৯) বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায় ৩টি মোটরসাইকেল করে ৯জন রাস্তা দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিসের সামনে রাস্তায় দুইটি ককটেল নিক্ষেপ করে দ্রুত চলে যায়।এ সময় ককটেল বিস্ফোরণে ৪জন আহত হয়। প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান বলেন,ককটেল বিস্ফোরণ ঘটলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।পরে ককটেল বিস্ফোরণ ঘটানো ওই যুবকদের পেছনে ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়।ককটেল বিস্ফোরণে আহত সিরাজ উদ্দিন নিশান বলেন, বিশ্বকাপের খেলা দেখার উদ্দেশ্যে তিনমাথার মোড়ে যাওয়ার পথে খাদ্য গুদামের সামনে পোস্ট অফিস সংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বানী বলেন,ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই।

ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে।এতে ৪জন আহত হয়েছে।তারা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঠিক কি কারণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হলো, কে বা কারা এর সঙ্গে জড়িত, সার্বিক বিষয় আমরা তদন্ত করছি। জড়িতদের আটকের চেষ্টা চলছে। তথ্যটি-এস আর সাকিল

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর