নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক ও মটরসাইকেলের ত্রি-মুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের।
সোমবার (১৬ জানুয়ারি ) সকালে উপজেলার পলাশবাড়ী পৌরসভার ব্যস্ততম মোড় ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বরিশাল ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (৪২),একই ইউনিয়নের মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৬) ও গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।
জানাযায়, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে রংপুরের দিকে যাচ্ছিল। এসময় পৌরসভার ব্যস্ততম চৌমাথা মোড়ে বাসটি একটি মটরসাইকেলকে ধাক্কা দেয়। মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত মুখি একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা মটরসাইকেলে থাকা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় বাসের এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয়ের সামনের অংশ ভেঙ্গে গুড়িয়ে যায়। মটরসাইকেলটিও পিছনের অংশ ভেঙ্গে গুড়িয়ে যায়। পুলিশ বাস ও ট্রাক আটক করতে পারলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আনিছুর রহমান ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)মাসুদুর রহমান মাসুদ জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে।