ঢাকা কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব সুন্দরগঞ্জ (ডিসিসাস) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর কাঁটাবন সংলগ্ন গ্লোরিয়াস রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্স এর ব্যবস্থাপক আরেফিন আজিজ সরদার সিন্টু। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অংশের পর অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের এমন আয়োজন নিশ্চয় প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের একে অপরকে জানার সুযোগ তৈরী হয়। সহযোগিতামুলক সম্পর্কের তৈরী হয়। আমি চাই এমন আয়োজনের ধারাবাহিকতা যেন বজায় থাকে। আমরা যেন এখানকার শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের সুন্দরগঞ্জ কে পুরো দেশ তথা পুরো বিশ্বের বুকে উপস্থাপন করতে পারি।
বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, এখানে ঢাকা কলেজের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানে উপস্থিত আছে। আমরা হয়তো সবাই সবসময় এক হতে পারি না, নানান কারণে আমাদের মনোমালিন্য হয়। কিন্তু এতকিছুর পরেও আমরা এক হতে পেরেছি। আমরা সুন্দরগঞ্জের মানুষ ঢাকা শহরে এক হয়ে যাতে নিজেদের বিপদে-আপদে পাশে থাকতে পারি সেজন্য এই ধরনের আয়োজন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুসঙ্গ।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য রফিকুল ইসলাম সুমন বলেন, সুন্দরগঞ্জের মানুষ আমরা যেখানেই যাই না কেন, আমরা একটা পরিবার। আমাদের মধ্যে যেন সবসময় পরিবারের মত বন্ধন অটুট থাকে আমরা সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবো।
অ্যাসোসিয়েশনের আহবায়ক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যনবেইসের প্রধান পরিসংখ্যান কর্মকর্তা শেখ মো. আলমগীর, ঢাকা জজ কোর্টের এডভোকেট শাকিল আহমেদ, ডুসাসের সাবেক সভাপতি মেহেদী হাসান সুমন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি হাসানুর রহমান হাসু, এডিফি লিমিটেডের লিগ্যাল এডভাইজার এডভোকেট আবু নোমান শাওন প্রমুখ।