বারবার আবেদন করলেও পুলিশ সভা-সমাবেশে সহযোগিতা করছে না। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার ও হয়রানি করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেছেন, রোববার (৬ আগস্ট) বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল থেকে এবং আগের রাতে জামায়াতের ৩২ নেতাকর্মীকে আটক করা হয়েছে ।
তিনি বলেন, জুলুম-নির্যাতন, গণগ্রেফতার ও হয়রানি করে আন্দোলন ঠেকানো যাবে না।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির আমির মুজিবুর রহমান।
বিবৃতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এ শীর্ষ নেতা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।