বৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কুড়িগ্রাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

সুন্দরগঞ্জে রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে রেকর্ডভুক্ত রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দিয়েছেন সচেতন এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরাণ গ্রামের রেকর্ডভুক্ত একটি রাস্তার ৯টি ইউক্যালিপটাস গাছ কর্তন করেন ওই গ্রামের মৃত শমশের আলীর ছেলে মকবুল হোসেন, মোকলেছুর রহমানের দুই ছেলে আনিছুর রহমান ও মাইদুল ইসলাম। কর্তনকৃত গাছ ৯টির আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।

জানা গেছে, আভিযোগ করায় মোতালেব মিয়াকে বেধরক মারপিট করে। আহত মোতালেব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অভিযুক্ত আনিছুর রহমানের পিতা মোকলেছুর রহমান বলেন, ‘রাস্তার দুই পাশের জমি আমাদের। আমরা গাছগুলো রোপণ করেছিলাম। এখন আমাদের প্রয়োজনীয় গাছগুলো কেটেছি।

তিনি আরও বলেন, ‘গাছ কাটার বিষয়টি ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানার পর এসেছিলেন। তিনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘সড়কের ওই গাছগুলো স্থানীয় কয়েকজন ব্যক্তি কেটেছে। তবে আমি কোন ব্যক্তির কাছে টাকা নেইনি।

শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলেন, ‘রাস্তার গাছ কাটার বিষয়টি শুনেছি। শুনলাম একজন ইউপি সদস্য গাছ কর্তনকারীদের হুমকি দিয়ে টাকা নিয়েছে।

এবিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা অন্যায়। এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত